Ei Kache Ei Dure song Lyrics (এই কাছে এই দূরে) by Subhamita Banerjee
Song Details:
- Song : Ei Kache Ei Dure
- Singer : Subhamita Banerjee
- Lyrics & Composition : Bhaswar Bhattacharya
- Script & Direction : Sourav Choubey ONS
- DOP : Subhadeep Bag
- Producer : Shankar Halder
- Label : Suchitra Music
Ei Kache Ei Dure Song Lyrics In Bengali :
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে।
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
রাত্রি জানে এই শহরের
কোথায় আলো আর কোথায় আঁধার,
তেমনি এ মন করে আয়োজন
কিছু হাসি কিছুটা কাঁদার।
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে,
সারাজীবন জ্বালায় সময়
সুখের প্রদীপ দুঃখের ঘরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এ মন জুড়ে কথাদের ভিড়ে
কোথায় কোনো গল্প থাকে,
যেমন পথ হারানো নদী
সাগর স্বপন জমায় বাঁকে।
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে,
প্রেমের কাছে নতজানু হৃদয়
জীবন জোড়া ঘৃণার পরে..
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে,
বিষন্নতার আড়ালে লুকানো
সুখের হদিস এ মন জুড়ে,
এই কাছে এই দূরে
সুর ভুলে অন্য সুরে।।
এই কাছে এই দূরে লিরিক্স - শুভমিতা ব্যানার্জী :
Ei kache ei dure
Sur bhule onno sure
Bishonnotar arale lukano
Sukher hodis e mon jure
Raatri jaane ei shohore
Kothay aalo aar kothay andhar
Temni e mon kore aayojon
Kichu hasi kichuta kandar
Sarajibon jwalay somoy
Sukher pradip dukher ghore
E mon jure kothader bhire
Kothay kono golpo thake
Jemon potha harano nodi
Sagor shopon jomay banke
Premer kache notojanu hridoy
Jibon jora ghrinar pore
0 Comments