Dekhte Maayer Moto Lyrics (দেখতে মায়ের মতো) Sumit Misra
Song Details:
- Song : Dekhte Maayer Moto
- Singer : Sumit Misra
- Music & Lyrics : Pijush Das
- Music Arrangements : Dipesh Chakraborty
- Director : Krish Bose
- Producer : The Bong Media
- Edit & Color : Sanjoy Dasgupta
- DOP : Subhajit Sil
- Chief AD : Supayan Das
- Music Label : The Bong Studio
Dekhte Maayer Moto Song Lyrics In Bengali :
সবাই বলে আমায় নাকি দেখতে মায়ের মতো
আমার চোখে ভাসে আজও মায়ের স্বপ্ন যতো,
সুখের দিনের কান্না পেলে মায়ের আঁচল খুঁজি
কষ্ট পেলে মায়ের কাছে শান্তি আজও বুঝি।
আমি মাতৃহারা..
আমি মাতৃহারা মায়ের কথা
ভুলবো কেমন করে,
মাতৃহারা মায়ের কথা বলবো কেমন করে?
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে,
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে,
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে।
মা.. ও মা, ও মা, ও মা...
ও মা, ও মা, ও মা, ও মা..
আমার দুচোখ কান্না জ্বলে মায়ের ছবি আঁকে
নরম দুধের সরের মতো মাখবো গায়ে মাকে,
বিধি আমায় সুযোগ দিলো কই ?
স্বপ্ন আমার সত্যি হলো কই ?
মায়ের আমার..
মায়ের আমার স্বপ্ন ছিল
আকাশ ছুঁয়ে যাবো,
মায়ের আমার স্বপ্ন ছিল আকাশ ছুঁয়ে যাবো,
বলছে সবাই আকাশ ছুঁলে মায়ের দেখা পাবো।
দুচোখ আমার ক্লান্ত মাগো তোমায় খোঁজার পরে
স্বপ্ন তোমার গাইছি দেখো হৃদয় উজাড় করে,
শেষ হবেনা মায়ের কথা বলবো কেমন করে
মাকে নিয়ে গাইবো অনেক অনেক জনম ধরে
মাতৃহারা মায়ের কথা বলবো কেমন করে ?
কান্না চোখে ডাকবো শুধুই মাকে এমন করে।
ও মা, মা... ও মা, ও মা..
দেখতে মায়ের মতো লিরিক্স - সুমিত মিশ্র :
Sobai bole amay naki dekhte maa er moto
Amar chokhe vase aajo maayer shopno joto
Sukher dine kanna pele maayer anchol khuji
Kosto pele mayer kache shanto aajo bujhi
Ami matrihara maa er kotha bhulbo kemon kore
Matrihara mayer kotha bolbo kemon kore?
Maayer amar swapno vhilo akash chuye jabo
Bolche sobai akash chule maa er dekha pabo
Sobai bole amay naki dekhte mayer moto
0 Comments