Song Details:
Song : Tumi Shudhu Amar
Singer : Imran Mahmudul & Badhon Sarker Puja
Tune & Music : Sajid Sarker
Lyrics : Kabir Bakul
Story & Direction : Vicky Zahed
Edit & Color: Saif Russel
Producer : SK Shahed Ali Pappu
Label : Central Music and Video [CMV]
Tumi Shudhu Amar Song Lyrics
তোমাকে না দেখে থাকা যাবে না
জানি তোমাকে ছাড়া কিছু মন ভাবে না।
যেভাবে দূর আকাশে মেঘেরা ভাসে
পাগল এ রং ছড়িয়ে ফুলেরা হাসে।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।
রাত জাগা চাঁদ দু'হাতে, ঢেলেছে জোছনা
একমুঠো নীল তারাতে কবিতা রচনা।
এ যেন এক সুখেরই শুভ সূচনা
প্রেমেরই গেয়ে যাই এসো দু'জন।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, একজীবনে।
যায় চলে যায় সময়ের ঘড়িটা গড়িয়ে
মন আবেগে তোমাকে নিয়েছে জড়িয়ে।
পৃথিবী আজ হেসেছে আলো ছড়িয়ে
দুজনে আজ মিলেছে বাধা সরিয়ে।
তুমি মিশে একাকার
হৃদয়ের গভীরে আমার,
আমি বলি বারেবার
তুমি শুধু আমার, এক জীবনে।
0 Comments