Song Details:
Song : Premika
Movie : Hullor
Singer : Raj Barman
Lyrics & Music : Dolaan Mainnakk
Director : Abhimanyu Mukherjee
DOP : Souvik Basu
Editor : Rabiranjan Maitra
Label : Eskay Movies
Premika song Lyrics
ভালোবাসি তোকে, বলছি মন থেকেআমায় তোর হয়ে থাকতে দে,
একটু দুষ্টুমিতে, একটু খুনসুটিতে
আজকে আদর হাতে আমায় ভাসতে দে..
তুই হলি সত্যি আমার প্রেমিকা,
সপ্নেও তুই যে আমার প্রেমিকা,
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা।
বলি বলি, ভেবে ভেবে,
কিছু হয়নি বলা
বলি এবার দু'জনেতে আর তো নয় একেলা।
তুই হলি সত্যি আমার প্রেমিকা,
সপ্নেও তুই যে আমার প্রেমিকা,
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা
প্রেমিকা, প্রেমিকা, প্রেমিকা।
0 Comments